আমার পরান জুড়াই আমি
তোমায় দেখে দেখে
আমার স্বপন পূরণ হবে
তোমার ধুলি মেখে ।।
কাছ হতে ঐ কেমন করে
দূরে সরে গেলে
স্মৃতির মিনার তুমি আমার
শান্তি কাছে এলে ।।
স্মৃতি তুমি আমার মাঝে
বিশাল কালের বাঁধ
তবু, কাতর জন্য সেকি
মায়ায় পাতা ফাঁদ ।।
ছিলে তুমি আনন্দে ভরপুর
সারাটা সকাল, দুপুর
তুমি আমার বন্ধু সকল মিলে
হুল্লো সন্ধ্যে মধুর ।।
স্নেহ মায়ার আঁচল পেতে
করলে বড় যে গো
দূর বিরহে এ মন কাঁদে
(তাই) এতকাল পরে আজো ।।
অঙ্গনে তোর শিশির সবুজ ঘাস
কিংবা মাঠের ধুলো
হাসছে কি সেই স্বস্তি-সুখের
সোনার মোহর গুলো ।।
তুই যে দিলি শিক্ষা মোদের
সেটাই ছিল পুঁজি
সেই সুবাদে চোখ মেলে আজ
জগত্-টারে খুজি ।।
যায় কি ভোলা ওরে মানিক
জীবন গেলেও ক্ষয়ে
তোর অবদান স্বীকার করেই
চলছি তরী বেয়ে ।।