সীমারের চাতুরি কতই রইবে বহাল
কত আর চলবে জুলুম কেঁদে যাবে মহাকাল ।
দুষ্টচক্র মায়াজালে মোরা নির্বোধ দিশেহারা
বাঁচি কোনমতে করুণায় প্রায়, পান্থ যারা
ঐ শৃঙ্খল ভেঙ্গে যাবে কবে, কবে মুক্ত হইবে দ্বার
অসংখ্য বন্দীর নিঃসৃত রব- তাহলে কী হবে হার!
দুরন্ত রণপারে এবার জাগাও তরবারী
নিঃশেষ কর্‌ অনাচার যত পাপাচারী ।
খুলে দাও হে প্রভু! সীমাহীন করুণা তোমার
নিপীরিত হেয় জাতি থাকিতে চাহি না আর ।
আশায় বুক বাধি শ্বাশ্বত সুখ তরে
পৃথিবীটা গড়ি ফের নতুন করে
কভু দ্বার খুলে ঘুমোবার দিন যদি আসে-
শান্তি সুদিন অবিচারহীন চোখে যাহা ভাসে ।
“সংশপ্তক মোরা পথ সন্ধানি যত বীরদল
এটা হোক দীপ্ত শপথ মঞ্চ উন্মুক্ত ধরাতল ।”