আজ ঘোর শীতের আবছাটা নেই তবু রুক্ষতা প্রকৃতিতে
যেন উত্‌ফুল্লতা ঘুচে ম্লান সারা দেহাবয়ব প্রতীতীতে ।
কোথাও বিন্দু বারির নেই হাসি ঐ আনারি দুর্বাঘাসে
প্রভাতের বন্দনা লাগি পুরহিত পাখি গাহে নাই উচ্ছ্বাসে,
গগন কপল ভেজায় বেদনাশ্রুতে আজি কার অনুশোচনায়
মিলন মধুর হরিদ্রা বধুর ঝাপ্টা আকাঙ্ক্ষা লুটায় ধুলায় ।
ঝাউবন নিশ্চুপ পাশে কেঁদে যায় মৃদু স্বরে কে দুখু সমীরণ
অতলস্পর্শী কোন্ অদৃশ্য হানায় নিঃস্ব করে তটে নারী মন ।
কাননের কুজন কানে আজ বাজে করুন বিহগলি সুর
মলিনতা মিশে চেয়ে আছে ঊষা উদার আভায় দুঃখ-বিধুর ।
শিশির ঝড়ার শব্দটা কানে স্তব্ধতা ভেঙ্গে আনে বিজন প্রান্তরে
শুন্য দেউল ভীরু থেকে থেকে ওঠে কেঁপে নব বধু অন্তরে ।