কাহার তরে হলে তুমি
জানতে যে সাধ জাগে
মাহে রমাদান আজ বিদায়ে
বিদায় যাবার আগে ।
অঢেল পুন্যের সওগাত রাশি নিয়ে
এসেছিলে তুমি ধরার মধ্যি দিয়ে
এই জাগতিক জীবনে
তোমাতে যদিই না পাই শুদ্ধ হতে
ধবংস যে মোর অঙ্কিত ললাটে
রয়ে যাবে দুই ভূবনে ।
আজীবন ভরি পাপাচার করি
ভরিয়াছি শুধু এ জীবন তরী
এ মাসেও পায়নি ছাড়!
বুকভরা আশে মনিবের কাছে
তবু যে গোলাম করুণামুক্তি যাচে
ফিরে ফিরে সে আবার ।
কত নেয়ামত কত যে রহমত
নেই তুলনায় কোন হীরা জহরত
এল রমজান তোহফায়
নির্বোধ হেলায় আমি জানি আর না জানি
পদে পদে করিয়াছি অকদর মানহানি
তাই ভাষা নেই জানাব বিদায় ।
আমি তো জানি না পাব কি পাব না
আবার হায়াতে তোমায় হে চির চেনা
সুযোগ মুক্তি সোপান
জগতের মোহে লোভের রশ্নি দহে
কাঁদিতেও পারি না যে বিবেক দুরহে
বিদায়ে অতিথি রমাদান!
অন্তর আমার কতই নিষ্ঠুর কতই পাষাণ!!