আজ বুঝি আর শাপ ঘুচিবার
খানিক অবসর পেলাম ভাই
নসিবে আমার যবে দুর্নিবার
পাবার যা-তাই পেয়ে যাই ।
পাওয়া না পাওয়া চাওয়া না চাওয়া
এ দুয়ের মাঝে কোন এক
যেন না করি তফাত্, যা ঘটে হঠাত্
পুরি যেন সুবিশ্বাসে বিবেক ।
সব খুশি মোর দুঃখ বিষাদ ঘোর
খুশি মনেই মেনে লব
জগত্ সংসার জানি ক্ষীন্ তাসের ঘর
সেথায় মোসাফির আমি হব ।
আছে আপন রতন যত বন্ধু সজন
ছিলে, আছ কিংবা রহিবে
ক্ষমা কর ভাই চাই বা না চাই
ত্রুটি ভুলে মোর, আশীষ করিবে ।
নিয়ে গুণ-দোষ আমি তো মানুষ
জানি কোন গুণ মোর নাই
দোষ ছিল বলে কষ্ট ছোবলে
শুধু অতিষ্ঠই করেছি তাই ।
যাদের অন্তরে গোচরে বা অগোচরে
করেছি ক্ষত, আজ বলি কর্ জোড়ে
ক্ষমা দিয়ে কর শীতল, তৃপ্ত, অমর
মোর এই সন্ত্রস্ত অতৃপ্ত আত্মারে ।