আসছে ঈদের ফুলঝুরি
দুলছে মাদল ফুলকুঁড়ি
উড়ছে মনের সুখঘুরি
বন্ধু শত্রুর মন বেড়ী
দিকেদিকে ঐ জয় ভেরী ।
ভুলে যা ভাই অতীত দিন
মনের দুঃখ কষ্ট ঋণ
যতই থাকুক মন মলিন
মিলিয়ে যাবার ঐশী বীণ
বাঁজছে দেখো ঈদের দিন ।
ফিরনি পায়েশ সেমাই সুজি
খাইতে বাধা নাইরে বুঝি
খুশির জোয়ার দু’গুন ত্যাজি
নাঁচছে ময়ুর ধরছে বাজি
সেই তালে মন টুলছে আজি ।
চাঁদের হাটের জলোচ্ছ্বাসে
ভাসবে উঠোন দিব্যালোকে
এক মুঠো শ্বাস কর্ম ফাঁকে
দিদার হবে খোদার ডাকে
ঈদে মুখর মাঠের বাঁকে ।