যদি প্রাণ থকে এই দেহে লক্ষ্য বিজয়ী হবেই
আমায় করুনা দাও এতটা ক্ষুদ্র আমি নই ।
ঐ কাছে আসা ভালবাসা মোর কাছে কিছু নয়
সিংহল সমুদ্রের উত্তাল তরঙ্গেও হাল ধরে থাকা
কষ্টের শত বর্শায় তৃপ্তিতে হাসতে পারাই সার্থকতা
আমি ধরনীর বিচিত্রতায় তবু বিষ্মিত হই-
আমায় করুনা দাও এতটা ক্ষুদ্র আমি নই ।
চাপা ক্রোন্দনে আজ তারি ঝাঁঝ মোছ
সান্ত্বনা খোজ ইতিহাসের শত উপমায়
তবু দিন চলে যাবে শুধু এই দিন হারাবে
দেখিবে পাশে ঐ বুকে ব্যথা কমে কই-
আমায় করুনা দাও এতটা ক্ষুদ্র আমি নই ।
আরো আমৃত্যু সম্ভাবনার দ্বার খোলা আছে
আছি পিছে ভেবে সান্ত্বনায় তৃপ্তির ঢেকুর তোল
কি যায় আসে মেঘে-ঝঞ্ঝা-ঝরে ঐ নবারুণ কাছে
কিছু কী এমন ঘটে গেছে যাতে কাপুরুষ হই-
আমায় করুনা দাও এতটা ক্ষুদ্র আমি নই ।
প্রতিটি বালুকনায় তোমার অবনী ধরায় একদিন
শিহরিবে হয়ত সহস্র ঈর্ষা মেখে তুমি
সিতারায় চেয়ে থেকে নিশিথে দৃষ্টি অম্বরে
প্রতিজ্ঞা করো! তখন কিন্তু তুমি পরাজিত অবশ্যই
আমায় করুনা দাও এতটা ক্ষুদ্র আমি নই ।
সন্ধা-আধাঁরী ছায়া গ্রাসে শ্রান্ত পৃথিবী যখন-
ঝুরিবে একাকি আনমনে বাতায়ন পাশে তুমি
গোরস্তানের পুকুরপারের নেবু ফুলের গন্ধে ভারী বাতাস
জোনাকি আলোর মত ঐ বুকে জিইয়ে থাকা মোহরটা ফিরে চাই
নিয়ত ভাটি-জোয়ার ভব খেলায় কারো ক্রুর হাসিতে
ক্ষুব্ধ নই আমি । আমি পেয়েছি বিধাতায় অভয়বানী ।
শুধু অপেক্ষায় থাকি কবে সেই অহঙ্কারী
নত শিরে হাটু গেঁরে থাকে আহতের কাছে ।
যদি প্রাণ থকে এই দেহে--