স্ববেগে নয় আবেগে ধায় আজ জাতি!
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
খুনা-খুনি খেলা কেটে যাবে বেলা
রঙ্গিণ ঘোর স্বপনে মদের পেয়ালা
অসুখের তাড়নে প্রলাপে মিটাই জ্বালা
ওসে বন ছেড়ে এল সেকি লোকালয়ে হাতি,
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
নৃশংস পশু আজ পাগলা দাসু
খুন মিশে লাল হলো নির্মল অসু
সভাসদে পদ পায় সেই খুনী হাসু
ক্ষমতার গালিচায় যা খুশি নেয়া যায় গাঁথি,
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
গুম আর খুন হয় দুই ভাই বোন
হলে পুরাতন এক দেখি আরেক নতুন
জেগে থাকে দেশে শুধু শোকের কেতন
বলিঃ এদেশের রাজা সেকি শয়তানের নাতি?
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
কত ধুম ধাম হাক ছাড়া দাম
ফলে রসে ভরে দেখ মন্ত্রি গুদাম
অমূল্য ভোটারের নেই আজ চাম
(তবু) জনতার প্রাণ খুইয়ে রাখো তার খ্যাতি,
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
এপাড়ার চড়া দামে ওপাড়ার ওকে মারো
মসনদে যাবো থেকে হবেই এমন; লাগলে আরো!
সব দায়ে জনগণ আমি নির্ভার; দরদীতর
যাবে যাক স্বজনের তাতে আমার কি ক্ষতি?
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
সে রাঘব বোয়ালেরা অধরায় থেকে যায়
কাদের আর লিমকনেরা শুধু শুধু মার খায়
তবু দেখি শাসকেরা রাম-নীতি উগরায়
মনে হয় দেশ ছেড়ে কোথাও যাই রাতারাতি-
গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।
দাদারা করো খুন এদেশের জনগণ
ফ্যালানির ভাগ্যে জোটে বিচারিক প্রহসন
বাঙ্গালি গরু চোরা বলি তারা হলো খুন
দাদারে কিছু বলি নাই (মার্‌!) গা দিয়াছি পাতি,
(আরে যা!) গড্ডালীকায় আসো খুন উল্লাসে মাতি ।।