যত্রতত্র ছেঁয়ে আছে কায়েমি নেতারা
যুগ-তরীর হাল তাদের ফ্যাশনে চলে, সেখানে আমরা-
ডিজিটাল স্কেলে পরিমাপের অযোগ্য একেবারে, একদম সেকেলে ।।
এ সমাজ শ্রেনীতে বিভাজিতঃ সেবক-মনিব । এখানে-
শুধু প্রশংসাই ওদের প্রাপ্য ।
ওদের চলার সিঁড়ি সেবক গালিচায় আবৃত
বুকে চপল আঘাতের ব্যাথা কভু বলতে নেই, চাকর বলে,
প্রভু! অসুবিধে হয়নি তো? সিঁড়িতে চলার পথে, সেবকের জিজ্ঞাসা!
সেবকের হৃদয় নিংড়ানো তীক্ততাও আমলে নেই মনিবের ।
তাদের চাই রাজত্ব, চাই ক্ষমতা, চাই সেবা- সর্বময় সর্বদা ।
তাদের বক্তৃতার অনল স্ফুলিঙ্গে শুধুই সহযোগিতা, সহমর্মিতা ঝড়ে,
তারা’র কথায় লোহাকে পাথর আর পাথরকে সোনা বানায়
কিছু লেজুর শিশ্য মঞ্চ-মুখর হাত তালি দিয়ে উজ্জীবিত করে ওদের ।
কথিত কল্যাণ প্লাবনে ভাসা নীগৃহ জনতা অনুতাপ, অনুযোগে
সয়ে যায় শুধু নিভৃতে, কালের সহযাত্রী বলে, কেউ নিয়মের ভারে,
আর- সম্মুখে তাদের স্যালুট দেয় ঠিকই, পশ্চাতে মারে লাথি !