রাত্রি বেলায় সবার পরে
আর সকাল বেলায় আগে
মিনা নামের ঐ মেয়েটা
ঘুম থেকে রোজ জাগে


সারা বাসা গুছিয়ে সে
রান্না ঘরে যায়
এলোমেলো নষ্ট খাবার
দেখতে সে রোজ পায়


কে করেছে কে করেছে ?
খুঁজতে থাকে সে
এক সপ্তাহ পার হলেও
কোন খবর নাহি আসে


একদা হটাৎ জেগে রইলো
দেখতে সেই দৃশ্য
ভূত নাকি অন্য কিছু
মনে নিয়ে রহস্য


লাইটগুলো নিভিয়ে দিল
ডিম লাইটও বন্ধ
কিচেনেই সে বসে রইলো
দেখতে কি হয় কাণ্ড


সবাই যখন ঘুমিয়ে গেল
রাত্রি হল গভীর
একটু একটু ভয়ে ভয়ে
উঠলো কেঁপে শরীর


রাত্রি প্রায় শেষের পথে
প্রস্তুতি তার ঘুমাবার
হটাৎ একটা শব্দ এসে
কানে বাজলো তার


অন্ধকারেই পা বাড়াল
দেখতে সেটা কি
আর খপ করেই ধরে বলল
ক্যাট সাহেব নাকি ?


ক্যাট সাহেব অনুতপ্ত
কারন সে যে চোর
তাও আবার ধরা পরেছে
পারছে না দিতে দৌড়


মিনার এবার মায়া হল
দেখে বিড়ালের মুখ
আবেগের এক অনুভূতিতে
কেঁপে উঠল বুক


আদর করে তাকে বলল
কেন আসো তুমি রোজ
কাজগুলো সব কঠিন কর
যা ছিল সহজ


বিড়াল যেন মুখ খুললো
দিল সব উত্তর
এভাবেই আলোচনায়
কেটে গেল প্রহর


আমি না হয় নষ্ট করি
নষ্ট খাবার গুলো
তোমরা কেন দেওগো ফেলে
যে গুলিও ভাল


না খেতে পাও আমাদের দাও
তবু ফেলে দিওনা
এ খাবার যে কত দামী
তোমরাই শুধু বুঝলেনা


এই খাবারের জন্যে সবে
যুদ্ধ করে যায়
এই খাবারই না পেয়ে কত
মানবের মৃত্যু হয়


তোমরা যারা বড় মানুষ
বড় বড় দেশ
একটু যদি সদয় হতে
হতো না এই পরিবেশ


বিশাল এক চিৎকারে
ঘুম ভাঙল মিনার
জেগে দেখে মেম সাহেব
লাঠি হাতে আবার