সময়ের স্রোতে আসে কত অজান,
দিয়ে যায় জগতের নতুন ভুবন।
সেথায় নিয়ে এলো এক বিস্ময়,
তারই নাম হলো ইন্টারনেট।
নেট, নেট, ইন্টারনেট,
নিয়ে এলো নতুন দিগন্ত,
নিয়ে এলো নতুন নিয়ম,
দিয়ে গেল কোলাহল।
তারই আবর্তনে মোরা করি চলাচল,
যেন জীবন এ এক হাতের খেলা।
যে খেলায় নেই কোনো বেলা,
অবিরত করি বন্দনা।
ইন্টারনেট, তুমি তো এক সুন্দর সুর,
দিয়ে গেছো ভালো-মন্দের মধুর।
সুখ-দুঃখ একসাথে,
নিয়ে এলে তোমার সাথে।