আকাল বাকাল ওকাল,
পৃথিবী এক নয়কের জকাল।
যেথাই আছে আন্দনা,
নয়কো পরন্দনা।
বলি সেই পৃথিবী সাজাই,
যেখানে নেই উকো হেলা।
রহিব মোরা মোদের বেলায়,
চলিব হরিত হয়ে।