পাখা পাখা পাখা,
তুমি তো চিরমের অতিহিত,
তোমাকে ছাড়া আসহনীয় হয় মাথা,
গরমের তাপে তুমি পরম মিএ।
শান্তির আরেক প্রতীক পাখা,
দেয় জলমল ডাকা
পাখা তো মনের ও রণে বয়ে চলা প্রসন্নতা
পাখা তো জীবনের প্রাপ্যতা,
পাখায় যেন অরণ্যের ছায়া,
আনে প্রাণে নবীন মায়া।