কে জানি তো.?
পূর্ব গগনে এক নতুন স্বপ্ন উদয় হবে
আর শতশত লোহিত কনায়
নাম লেখা হবে - স্বাধীনতা।।


কে বা ভাবতো.?
শিশির ভেজা দূর্বা ঘাস
একদিন মাথা তুলে দাঁড়াবে,
আর খেলনা ভেবে কৃষাণ
ক্লান্তি ভুলে নতুন ফসল ফলাবে।।


কেইবা বুঝিতো.?
কোকিলের কন্ঠে একদিন
বজ্র ধ্বনি ভাসবে
আর বুনো পাতি হাঁস গুলো আপন মনে
জল খেলায় মাতবে।।


কেইবা পারি তো.?
লক্ষ প্রানের তাজা রক্তে
সূর্য কে রাঙিয়ে দিতে,
আর সন্তান হারা মায়ের কান্নায়
পদ্মা-মেঘনার স্রোত ক্ষরতর করতে।।