তন্ময় তৃষ্ণার্ত অবধির তরুণী
আকুতি মিনতি এক কামিনী বিরহিণী,
ভদ্র ঘরে শূন্য করে দেওয়াল গুলো কাঁদে
অবাক চাহনিতে স্মৃতি গুলো ভাসে।।


সাঝের বেলায় বুক ভাসিয়ে হা- ঘরের পাশে
দিন ক্ষন কবে গেছে বিনোদিনী না আসে,
গ্রীষ্ম -বর্ষা শীতে প্রকৃতি নতুন সাজে
কোন সাজে সেজেছে কন্যা ঋতু নাহি আসে।।


কতদিন আর রবে কন্যা তাহার আশায়
একোন রোগে ধরিল তাহারে দম যে যায়,
এতো দিন পর ফুরিল প্রতিক্ষার প্রহর
আখি বুঝিল কন্যা নিথর এ দুনিয়ায়।।