কোন মোহে বাধি এ ঘড়
চারপাশ যেন শূন্য বালুচর,
বাহিরটা যত পরিপাটি
ভেতরটা এক শূন্যস্থান।

আপনের চেয়ে আপন
কেউ নাহি মোর পর,
বিশ্বাসের যে রুদ্ধশ্বাস ধরেছি
প্রশ্বাসে ধীরে ধীরে এই শূন্যস্থান।

উজার করে গড়ে তুলেছিলাম
শুভ্র কমল এই চার দেওয়াল,
বিমহিত এই অবাক চাহনি
না জানা হলো, অজানাই রয়ে গেলো
ভিতরের এক শূন্যস্থান।