মাগো আমি এসেছি
কোন প্রতিদান নিতে নয়
তোমাকে একবার ডাকবো বলে
জানি রক্তে দাগ আমার কবেই মুছে গেছে
শুধু আমি আছি কত গুুলো বর্ণের মধ্যে।।


মাগো আমি তো স্মৃতি হয়ে থাকতে চাই না
আমাদের সেই ত্যাগের উদ্দেশ্য
অমরত্ব নয়,
তোমাকে জাগাবো বলে।।


তুমি উচ্চ স্বরে জানিও দাও বিশ্বকে
বাংলা আমার মাতৃভাষা
আমার মায়ের ভাষা,
শহীদের প্রানের বিনিময়ে
পেয়েছি মোরা মোদের বাংলা ভাষা।।


আজ তোমাদের মধ্যে এতো হানাহানি
মাগো এই জন্য তো সেই দিন-
সকলে একই ধ্বনিতে ভাসি নাই
তোমরা কি পারো না.?
সকল বিদ্বেষ ভুলে একই কাতারে দাড়াতে।


যেমন দাঁড়িয়েছিলাম ২১ ফেব্রুয়ারিতে
মাগো আশা আমার পুরণ হলো না
কবে পুরণ হবে জানি না,
তোমাদের জাগরণের অপেক্ষায় আছি
আমরা ভাষা শহীদ।