ধারাবাহী কালো-মুখোশধারী সময় নিষ্ঠুর ভাবে বেড়ে চলে,
তার সাথে অসম প্রতিযোগিতায় জীবন খেয়া ডুবিডুবি করে।
সুখ বিমুখ চারপাশে মৃত স্বপ্নের আত্মাদের ভৌতিক চিত্‍কারে,
ভয়েরা ভিড় করে।


ক্রমশ রাত বাড়ে-
হৃদকম্পনের বীট জানান দেয় ওরা আসছে....
ভাবনারা তখন যায় পালিয়ে,
ব্যস্ততাগুলো ছুটিতে যায়- একা রেখে আমাকে।
তাদের পটভূমিতে মৃতস্বপ্নের ধ্বংসযজ্ঞ দেখে-
আনন্দের অনুভূতিগুলো অসহায় ভাবে রয় দূরে দাঁড়িয়ে।


অতঃপর-
তবু আমি চলি;
অতলে ডুবার ভয়
আর ভেসে উঠার ততোধিক সাহস নিয়ে-
এ রহস্যময় পারাবারে।