রাত জাগা আঁধার হতে চেয়েছিলাম-
পারি নি হতে।


ব্রহ্মপুত্রের বিশাল বুকে স্বচ্ছতা আর-
তারুণ্যের জাল বুনতে চেয়েছিলাম;
পারি নি তাও।


চৈত্র-দুপুর পুড়িয়ে খাঁক করে যে রোদ,
সেই রোদ হতে চেয়েছিলাম-
কিন্তু সেই তীব্রতা যে নেই আমার!


কুয়াশা রঙের শাড়ি পড়ে-
খোঁপায় বাধা হিমেল হাওয়া ছড়িয়ে
হাড় কাঁপানো শীত হতে চেয়েছিলাম;
চেয়েছিলাম কারো অস্তিত্বে কাঁপন ধরাতে,
তাও পারলাম কই?


আকাশে নীলের ক্ষতি না করেই-
একটুখানি বৃষ্টিহীন মেঘ হতে চেয়েছিলাম;
ভাসতে চেয়েছিলাম আকাশের এক প্রান্ত হতে-
অপর দিগন্তে।
তাও গেল না হওয়া।


সবকিছুতে বড় বেমানান আমি,
অবশেষে বড় শৃংখল নম্র,ভদ্র ছাঁচের-
দুরন্তমনা এক মানবই রয়ে গেলাম।