শেষ হলো আজ-
অশেষ কথিত স্বপ্নমালার কাব্য,
অশেষ হলো না শেষটা যে তার-
বাকিটাকে কী-ই বা ভাবব?


অলীকে মেশে অবশেষে আজ
হারিয়েছে সেই অর্ঘ;
কাঁকর হয়ে চলছে গড়িয়ে-
দেখতে যাচ্ছে মর্গ।


হয়তো ছিলো চিত্রকরের
দৃশ্যপটে অনূদিত কোন সূর্য,
অথবা কোন গদ্যকারের অস্ফুট গদ্যছন্দ;
নেই তবুও-
আছে যেন; সেই সারমর্ম।


চেয়েছিলো তো হতে-
সবা থেকে অন্য দৈত্যকুলের প্রহ্লাদ,
অরাতিই হল শেষমেষ-
তার জীবনের জটিল অর্থবিভ্রাট।


আহূতি জানাই-
শেষ করো তবে অনিল বাধার প্রয়াস,
রং ছাড়া কিভাবে হবে-
তবে, রংধনুকের বাঁক?