রাতের দৈর্ঘ্য বেড়েই চলছে,
          বাড়ছে নীরবতা।
আমি ও আঁধার পাশাপাশি
          বলছি কত কথা।


জানিস,আমার আত্মীয় এক-
          দেখতে তোরি মত!
সময় সময় হাজির হয়ে
          জ্বালায় অবিরত।


ভুল বুঝিয়ে ভোলাতে চাই
        চাই না তারি মায়া!
তবু কেন ঘুরে ফিরে
        তার ছদ্মবেশী কায়া।


তুইতো ঘুরিস ধরাব্যাপীই
         কত দেশেই যাস-
বলতো আমায় কোথাও কি
         তারি' দেখা পাস?


কভু যদি দেখিস তারে
         দিস আমারে আভাস,
দেখে আসিস কোন বাগানের
         কোন সে অটাম ক্রুকাস।


[অটাম ক্রুকাস একটি বিষাক্ত সুন্দর ফুলের নাম যা দেখতে মায়াকাড়া কিন্তু মৃত্যুর কারণ হয়ে থাকে।]