সে বেলার ধূমায়িত চেতনারা নিস্তেজ প্রায়,
অশরীরী বাক্যের টানা চিত্‍কারেও
বিবেকের সুবিশাল প্রাচীর কিঞ্চিত্‍ নড়ে;
ফের ঘুমিয়ে রয়,
যতক্ষণ জেগে থাকে-
বহু বছরের পুরাতন প্রশ্নাঘাতে
পাথরনীরবতা মাঝেও স্বদ্বিধায় ক্ষতবিক্ষত হয়।


জীবনকে অনায়াসে সঁপে দেয়া হয়-
অনাগত কালের অজানা কোন স্রোতের অনিশ্চিত ধারাতে।
স্থানিক আর কালিক রেখার প্রতিটি বিন্দুর
অধিকার চলে যায় সর্বদায়ী নিয়তির করিডোরে।


তবু দিনশেষে একে বেঁচে থাকা বলে,
বেড়ে চলে-
বয়সের ট্যালিতে লম্বা টানের ক্রমসংখ্যা....