আমি কাব্য লিখতে জানি না
            তবে কাব্যকে ভালবাসি।
আমি ভাল আকঁতে জানি না
           তবে আকাঁর চেষ্টা করি।


আমি গাইতে পারি না
          তবে গানের মাঝে হারিয়ে যেতে পারি।


আমি একা থাকতে পারি না
তবে নিস্তব্ধ হৃদয়ে হারিয়ে যেতে পারি।
আমি কিছুই জানি না
         তবে জানার চেষ্টা করি।


আমি বদ মেজাজী, আমি স্বার্থপর
         তবে আমারও একটি সুন্দর মন আছে।
সকলের তরে খারাপ আচরন করি
         তবে কখনো অনুতপ্ত হতে ভুলিনা।


তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারি না আমি
         তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।
আমি ভূল, আমি বিশ্বাস ঘাতক
         তবে সূদরে নেওয়ার জন্য ছুটে চলি।


আমি সর্বদা একত্ত্ব থাকতে পছন্দ করি।
আমি আমার মাঝে হারিয়ে যেতে ভালবাসি।


আনুতপ্ত থাকি আমি সর্বখনই।