তারিখ: ০৩/১১/২০২০ খ্রিঃ.
মানুষ মরণশীল
নিঃশ্বেষ একদিন হবেই এ পৃথিবী
জীব- জন্তু, আপন- পর, যেতে হবে সকলকেই।
গাছ-পালা পাহার-পর্বত সাগর-মহাসাগর
সবই তলিয়ে যাবে প্রভুর নির্দেশে।
সুস্থতা-অসুস্থতা রোগ-ব্যাধি কিছুই রবে না তখন
প্রেম ভালবাসা মিলন পরিণত হবে তখন ছিন্নে।
আমার এই অঙ্কন থাকবে না আর তখন
পাপ অনুতাপে ভরে যাবে আমার চরন,
দুমুঠো রঙ্গিন স্বপ্ন দাড়িয়ে থাকবে দূর্স্বপ্ন হয়ে,
প্রথা-কাল জাত-বিভেধ ধংসন পোড়াবে সকলকেই।
সাহায্য-সহযোগিতা
কিছুই থাকবে না সেদিন,
চিৎকার চেচা-মিচী আর আত্ম শোকে থাকবো আমি।