আমি দরিদ্র তবে,
       ঘৃণার যোগ্য নহে।
আমি মানুষ তবে,
       পশুর সমতুল্য নহে।
আমার অভাব আছে বলে,
       অন্যায় এর সভাব নেই।


আমি ধনী নই বলে-
       আমি মানুষ নই,
তাহা বলা উচিত নয়।


আমি ঋণী হতে পারি,
তাই বলে আমি ঘৃণার যোগ্য নই।


যারা বিত্তশালী তাদের কেই শুধু
         মানুষ বলবে, তাহা কিন্তু
মনুষ্যত্বের কাজ নয়।