মন আমার, অস্থির কেন, বসন্তের
দোলায় এখনো কি উঠোনি মেতে,
তব তুমি কৃষ্ণচূড়া আর
কহিন কোকিলের সুরে মত্ত হওনি?


প্রেম বেঞ্চনায় হয়ে আছে এ মন আকুল।
কোকিলের কহুে মন হারিয়েছে ব্যাকুল।
তব আমি বলিনি তব তোমাতে
তব আমি উন্মাদনায় উড়ছি রণ-প্রান্তে।


তব কি আমি রহিব উপেক্ষিত
তব তুমি জেনে রাখো, আমি ভীরু কাপুরুষ নই।
আমি প্রবল বেগে ছুটে চলা বজ্র অশনি।
আমি আশ্চর্য শোভায় ফুটিয়ে তুলি
আর করি কাব্যের গুঞ্জন।
আমি অভিরাম রাজ্যের কমল নিকর
আমি নৃত্যের বেঞ্জনায় হারিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার ঝড়।


হতে পার তুমি নিত্য পাগল ছন্দে উত্তাল
কৃষ্ণচূড়ার ডগায় নাচো।
আমি কিন্ত কবিতা,
শিরোনামহীন বসন্তের অভিযাত্রী
কোকিলের পলকে হারিয়ে যাওয়া মৃদু অভিবাসী
আমি অভিযাত্রী শিমুল-পলাশের ছোঁয়ায় মত্ত থাকি।