আমার দেয়ালে রক্ত লাল; সবুজ জীবনের প্রতীক।
আমার দেয়ালে ভ্রম অন্ধকারের পর আলো আসে।
আমার দেয়ালে প্রাণ নিয়ে খেলা করে।
আমার দেয়ালে ভালোবাসা তৈরি করে।


আমি প্রাণ দিয়েছি আমি প্রাণ নিয়েছি।
আমি লালকে রক্ত বলেছি;
আমি সবুজকে জীবন বলেছি।
আমি অন্তরের সাথে কথা বলেছি।


বিজয়ের নিশান উড়ছে ঐ; উড়তে দে_
প্রাণের নিশান উড়ছে ঐ; উড়তে দে_
বিরহের নিশান উড়ছে ঐ; উড়তে দে_


আমি দুঃখ পাই
বর্তমান বাংলার অর্জিত দুর্নীতির জন্য।
আমি দুঃখ পাই
বর্তমান বাঙালির ভ্রাতৃত্বহীনতার জন্য।
অথচ আমরা সকলেই জানি
বিজয় অর্জনের চেয়ে রক্ষা কঠিন।
আমরা জানি
একতাই বল।
আমরা জানি
অলস মস্তিষ্কে শয়তানের বসবাস।
তারপরও আমরা বীরের জাতি
অলস মস্তিষ্ক নিয়ে ইবলিশের সাথে কথা বলি।
লোক দেখানো সম্মান খুজি।


আমরা বোকা জাতি
নিজের ক্ষতি নিজে করি।
লাল সবুজের দেয়ালে অসম্মানের ছবি আঁকি।


আমি বাঙালি; বাংলাকে ভালোবাসি।
আমি বাংলার জন্য প্রাণ ত্যাগ করি।
আমি স্পষ্ট ভাষী; আমি স্বাধীনতা প্রেমী;
মায়ের জন্য মরতে রাজি।


দিশেহীন আমি নজরুল প্রেমী
বিদ্রোহী চেতনায় নিজেকে জাগ্রত করি।
আমি জীবনানন্দের সাথে রূপসী বাংলা দেখি।
রবীন্দ্রনাথের প্রেমে নিজেকে অবিহিত করি।


আমি বেগম রোকেয়া; আমি সুফিয়া কামাল
আমি নাগরিক চেতনায় উদ্বুদ্ধ প্রেমী।
আমি সিঁথির সীধুর মুছে যাওয়া সেই অবোলা রমণী।
আমি আর্মির ক্যাম্পে পড়ে থাকা সেই বেওয়ারিশ ধর্ষিতা নারীটি।


আমি পেয়েছি বিজয়ের স্বাদ;
আমি পেয়েছি দুর্নীতির স্বাদ;
আমি পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা;
আমি পেয়েছি অপসংস্কৃতির ছোঁয়া।


আমি বুঝেছি লাল আর সবুজের বাগধারা।
আমি জেনেছি রক্ত জবার সঙ্গা।


বাংলাদেশ; বাংলাদেশ; বাংলাদেশ।


বাংলার নিশান উড়ছে ঐ; উড়তে দে_
বিজয়ের নিশান উড়ছে ঐ; উড়তে থাকবে।
জয় বাংলা; জয় বাংলাদেশ।
জয় বাংলা; জয় বাংলাদেশ।