আরেকটি বৎসরের মৃত্যু
হাসান মাহমুদ


সূর্য ও চন্দ্রের মহাকাব্যিক ঘূর্ণনে
একদিন দুদিন করে হারিয়ে যায় মাস,
রুক্ষ প্রকৃতিকে নতুন রুপে সাজিয়ে হারায় বসন্ত,
ভূখন্ড কে নতুন উদ্দীপনায় জাগ্রত করে বিলীন হয় বর্ষা।
আসে নতুন বৎসর,
নতুন ক্যালেন্ডার,
চোখের সামনে বেড়ে ওঠা বৃক্ষটাও
প্রাণ হারিয়ে রূপান্তরিত হয় চুলার লাকড়িতে,
নদীর দুকুল ভেঙে হারিয়ে ফেলে তার অস্তিত্ব,
চন্দ্র,সূর্য,নক্ষত্র উদয় এর পাশাপাশি হয় অস্তমিত।


স্রষ্টার অপরিবর্তনীয় বিধান মেনে এমনিভাবেই
মায়ের রক্ত পেয়ালায় চুমু এঁকে
আমার আগমন ঘটে পৃথিবীতে।
শৈশবের বুকে হামাগুড়ি দিয়ে এসেছি কৈশোরে,
কৈশোরে খুব তাড়া ছিল যৌবনে ছুঁয়ে দেওয়ার,
যৌবনে পৌছেই শুরু হয় জীবনের কাব্যিকতা
সাজাতে ইচ্ছে হয় রংবাহারি গল্প,
পৃথিবীর মাধুর্যে হারিয়ে ফেলি মনুষ্যত্বের অস্তিত্ব।


এখন আর সামনে যেতে ইচ্ছে করে না,
মনে হয় যেন আমি চির যুবক
আমাকে মৃত্যু ছুঁয়ে দেবে না
আমার অন্তীম নেই।
তবুও অবলিলায় পড়ছে চামড়ায় ভাঁজ
ক্ষীণ হয়ে আসছে দৃষ্টি,
ধীরে ধীরে হারাচ্ছে উদ্যম,
কালো কেশে স্থান নিচ্ছে শুভ্রতা,
অলক্ষ্যেই মৃত্যুর পরোয়ানা জারি হচ্ছে
শরীরের প্রতিটি স্থানে।


যেখানে সীমাহীন আফসোস হওয়ার কথা ছিল
হারিয়ে যাওয়া নিষ্ফল দিনগুলোকে ভেবে,
উচিত ছিল অশ্রুসিক্ত হাতে ক্ষমা প্রার্থনার।
অথচ নিজেকে চিরঞ্জীব ভেবে,
সকল আফসোস ভুলে,
মোমবাতি জ্বেলে,
কেক সাজিয়ে ,
রঙিন আলোয় মেতে উঠি নতুন উল্লাসে
ভাসিয়ে দিই সকল আফসোস, অনুশোচনা
আর নিজেকে পরিবর্তন করার ভাবনা।


ওরজীবন কেলেন্ডারে আরেকটি বৎসরের মৃত্যু হলো
ধীরে ধীরে অগ্রগামী হচ্ছি শেষ নিঃশ্বাস দিকে
অথচ তার কোনো প্রস্তুতি নেই,
অন্তরে মৃত্যুর ভয় নেই
আর কবে হবে
আর কতটা সময় অতিবাহিত হলে
আসবে সময় নিজেকে ঠিক করে নেওয়ার
হয়তো হবে না
কখনোই হবে না
আর নিজেকে শুধরানোর হবে না!


২১শে সেপ্টেম্বর ২০২১