ব্যবধান
হাসান মাহমুদ


তুমি কাঁদলেই কাজল মুছে
আমার কান্না চিহ্ন হীন,
তোমার কষ্টে আঁচল ভিজে
আমার কষ্টে রাত রঙ্গীন।


তুমি স্বপ্ন পুষো শীতল ছায়ায়
আমার স্বপ্ন রুদ্র শুষে,
যবে এআঙিনায় ফুটে পলাশ
ঐ উঠোনে বৈঠক বসে।


তোমার নামে গড়ে তাজমহল
আমার নামে যুদ্ধের মাঠ,
তুমি যখন মেহেদিতে সাজো
রক্তে রাঙে এই দু'হাত।


শত মমতায় সাজে তোমার গল্প
আমার গল্পে পাষন্ডতা মিশে,
তোমার শোকের বসবে বিলাপ
আমার শোক অংক কষে।


তুমি আঁধারে যখন স্বপ্ন দেখো
আমি পেরোই দুর্গম গিরি,
চির ব্যবধানের এমন স্রোতেই
চলে মোদের জীবন তরী।


রাত ১১:৪০
০৬/০৭/২০