তুমিহীনা রজনী
হাসান মাহমুদ


তুমিহীনা রাত্রিটা এখন আর শেষ হয় না
একটি রাত যেন অন্তঃহীন অচেনা দরিয়ার দীর্ঘ ফেরী,
বিশ্বাস করো
তুমিহীনা এখন আর ভোর আসে না।


সন্ধ্যা নেমে আসলেই
হাজারো ভয়ঙ্কর স্বপ্ন হানা দেয় হৃদয় গহীনে
বিষাক্ত আঁচড়ে আঁচড়ে করে দেয় অস্থির,
স্মৃতির চরণে চুমু এঁকে হৃদয় হয় দিশেহারা
অসহ্য যন্ত্রণায় মৃত্যুকে ছুঁয়ে দিই বারবার,
জ্যোৎস্নার যৌবনে পুড়ি নিঃসঙ্গতায়,
একটি রাত্রির গর্ভে অতীতের দাবানলে পুড়ে পুড়ে নিঃশেষ হই বার বার।
তবুও
মৃত নদীর কূলে ঘেঁষে বসে
তোমার লতার আলপনা আঁকি গগন বুকে,
শান্ত নয়নের খসেপড়া  ঘুম
বিদ্রুপ করে হারায় দূর দিগন্তে।
নিরুপায় আমি...
জোনাকির আলোয় সময় মেপে
অপেক্ষা করি নতুন ভোরের।


বুধবার রাত ০১:৩৪
০৯ নভেম্বর ২০২২