অপ্সরী,
এখনো কি দুঃখ বিলাও মেঘের মাঝে?
নাকি পুষে রাখো ঘাসে জমা শিশিরের মত?


স্মৃতি ঘোলা চোখে কি আজো নকশিকাঁথা  আঁকো?
নাকি সুঁচের মত এফোঁড়-ওফোঁড় কলিজাতেই করো ক্ষত?


আজো কি তোমার ভয় হয় জোছনা বিলাসে?
নাকি নিয়ন আলোয় পুড়ে পুড়ে বিবর্ণ অতীত করো ফ্যাকাসে।

এখনোকি ভয় জমে তোমার নিঃশ্বাসে?
নাকি বাড়ছে রোজ তোমার নিঃশ্বাস বিষণ্ণতাকে ঘিরে।


হাসিমুখে আজো কি ঘরে ফেরো বেলা শেষে?
নাকি আড়াল করো যত বোবা কান্না উৎসবের ছদ্মবেশে।