আমরা একই সাথে আকাশ দেখি,
তবে মেঘ গুলো আলাদা।

আমরা একই সাথে জোৎস্না মাখি,
তারা গুলো থাকে ছন্ন ছাড়া।


একই বৃষ্টিতে দুজন ভিজি,  
যে জার মত আলাদা।


আমাদের কত শত অভিমান, অভিযোগ চাপা দেই
যে যার ব্যাস্ততা দ্বারা।


আমরা পৃথক ভাবেই ভালো থাকতে শিখে যাই
একে অপরকে ছাড়া।
                     তবুও;
একে অপরকে ভালবাসার দাবী করি
যে যার মত মন গড়া।