মেঘ ছুয়েছে কোন পাহাড়ে,
ঝড় তুলেছে কে?
কোন দুঃখেতে বৃষ্টি ঝড়ে
জোছনার আড়ালে।


কার ইশারায় মেঘ হেসে যায়,
কোন আড়ালে কার পুড়ে যায়?
কোন ভাবনায় দিন থেমে যায়,
কার দু'চোখে অশ্রু জমায়।  


কোন চাহনি বিষ ছুরে দেয়?
মিথ্যে ভালোবাসতে শেখায়।
কোন রাতে চোখ ঘুম কেড়ে নেয়?
কোন যাতনা বাঁচতে শেখায়


সব ফেলে মন কোন দ্বারে যায়?
মিথ্যে ভালো থাকার আশায়!
বুকের ভেতর ঘর করে যে,
অমানিশায় ভাঙতে শেখায়!