কিছু ল্যাম্পপোস্ট নির্ঘুম জেগে রয়
নিশ্চুপ নগরী পাহারায়।
কিছু ফাঁকা রাস্তা উৎসবে মেতে রয়।
একাকিত্বের যাতনায়।


কিছু অব্যক্ত কথা রয়ে যায়
ডায়েরীরর ছেঁড়া পাতায়।
অনায়েসে কেউ দূরে চলে যায়
কাছে না ফেরার বাহানায়।


কিছু অভিমান মেঘ হয়ে উড়ে যায়
অদেখা যত শুন্যতায়।
কিছু ক্রোধ গলার ভেতর রয়ে যায়
পাথর চাপা হিয়ায়।


কারো আর্তনাদ বোবা কান্নায় ঝরে যায়
পুশে রাখা বেদনায়।
কিছু ভালোবাসা পরিত্যক্ত হয়ে যায়
সময়ের অবহেলায়।


কিছু কষ্ট একান্ত আপন হয়ে
একাকিত্বের খোরাক যোগায়।


কিছু মিথ্যে অন্ধকার নিজেকে আলো ভাবায়,
কিছু চেনা গল্প পৃষ্ঠা ছিড়ে পালায়।
কিছু বিচ্ছেদের সুর আমাদের অন্তরে অনবরত  বেজে যায়।


সব কিছু মেনে
তবুও মানুষ ব্যর্থ স্বপ্ন জমায় একটু বাঁচার আশায়।