অন্যমনস্কা -
আমি আপনার প্রেমে পড়েছি।
ভীষণভাবে পড়েছি।
আমি আপনার হেয়ালিপনার প্রেমে পড়েছি।
আপনার আঁখিজুড়ে দৃশ্যমান মায়ার বদ্ধভুমি!
ঐটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার কেন?
পৃথিবীর কোনো যুবকেরই নেই।
সুকান্তের ঝলসানো চাঁদের মতো
আপনার বৃত্তাকার চেহরাটার মায়ায়
আমি আজন্মকালের জন্য আটকা পড়েছি।


আচ্ছা! আপনার ভুবনমোহিনী মায়াবী আঁখি জোড়া!
আর ঠোঁটের অপাঙ্গে মৃদু হাসির প্রেমে পড়ে, যদি!
যদি কখনো হুট করে ভালোবাসি বলতে ইচ্ছে করে?
তখন,
তখন! সব লাজলজ্জা ডিঙ্গিয়ে ভয়ের উর্ধ্বে গিয়ে ভালোবাসি বলে দেবো?
যদি বলে দিই! আপনি কি রাগ করবেন,অবাক হবেন!
আচ্ছা প্রেমে পড়া কি অপরাধ.?


আচ্ছা যদি কখনো আবদার রাখি -
ললাটের ঠিক মধ্যখানে কালো টিপ, চোখের নিচে কিঞ্চিৎ কাজল।
ঠোঁটে গাঢ় লিপস্টিক।
হাতভর্তি রেশমী চুড়ি, পায়ে নুপুর পড়তে!
যদি বলি, কোনো এক চৈত্রের মধ্যদুপুরে কিংবা বসন্তে ফাল্গুনীর বেশে লাল শাড়ি পড়তে!
হাতে হাত রেখে, পায়ে পা মিলিয়ে হাটতে।
তবে, কথা দাও রাখবে তো, হাটবে তো!
অস্পষ্ট স্বরে ভালোবাসি বলবে তো!