প্রিয়তমা -
তুমি আমার জীবনে ফোটা অপ্রত্যাশিত কোনো কাঠগোলাপ!
তুমি জানালার কাচ ভেদ করে আসা মন ছুঁয়া জোছনারশি!
তুমি আমার কাক ডাকা ভোর, ক্লান্ত দুপুর!
বনিতার হাতের কাচ, পায়ের নুপুর, ঘুমভাঙা সুর!


প্রিয়তমা -
তুমি আমার চায়ের কাপে লেগে থাকা
ঠোঁটের চাপ!
'ভালোবাসি' উপন্যাসের সবটা জুড়ে থাকা পাগলের প্রলাপ!
তুমি গোধূলি বিকেলে প্রফুল্লতার কারণ, বিষন্নতায় বারণ।
তুমি আমার চাওয়া পাওয়ার কাব্যে অযুত শুন্যতার পূরণ


প্রিয়তমা -
তুমি আমার জীবন রোদ্দুরে ছায়া দেওয়া
একখণ্ড মেঘ!
তুমি আমার সমুদ্রের ঢেউ, আপন কেউ, এক জীবনের আবেগ!