হায় রে পরাধীন মাথা নত করবি কত
এবার বুঝি এলো সুদিন?
মিষ্টি কথার মিথ্যে ভ্রমে ভুলাবি আর নিজেকে কত
শেষ হবে হবে বুঝি কষ্টের দিন?
ওরা সব বুঝে সব জানে
তোর অন্তরকে ধরে নিয়ে দু হাতে মোচড়ায়,
তোর প্রতিবাদী চিন্তাগুলো
এমনি এমনি হারিয়ে যায়।
কষ্ট সহ্য করে যুদ্ধে যাবি
সংসার হবে তোর বিরান ভূমি,
সব হারাবি,কষ্ট পাবি
ওদের বিরুদ্ধে যাস না?-অন্তর কয় চুপি চুপি।
ভয়কে জয় করে নয়,
নিয়েছে আপন করে,
ওদের সব আদেশ গুলো
মানে মাথা নত করে।
স্বাধীনতা সে কোন পক্ষী
দেখিনি কভু আমরা
স্বাধীনতা সে কার আপনজন
বুঝি না আর আমরা
ওদের বানানো পথ বেয়ে কি আর
পাবি স্বাধীনতার খোঁজ?
পথ পেছালেই,
ফাঁসি হবে প্রতিবাদের রোজ।