আমি উদ্বাস্তু না ভবঘুরে?
একাকীত্ব নেমেছে জনবহুল শহরে!
আমি সকাল না অন্ধকার রাত?
ছায়া সারা শরীরে লুটিয়ে।
আমি তোমার না আমার?
একাকীত্ব নেমেছে জনবহুল শহরে!
আমি শব্দ না নীরবতা?
আমি প্রবীণ হাসি না শিশুর প্রথম কথা?
আমি বৃদ্ধ অসাড়তা না তরুণের হুংকার?
বনের নীরবতা আজ শহরে।
আমি নিরীহ না ক্রুড়?
উদারতা হীন এই শহরে।
আমি অম্ল না মধুর?
দুঃস্বপ্নের বেড়াজাল আমার মনে।
আমি তেজ না অসাড়তা?
অলসতা নেমেছে ব্যাস্ত শহরে।
আমি সাদা কাপড় মোড়া না সাদা কাপড়ে কলকল ধ্বনি
মৃত্যু নেমেছে এই শহরে।
আমি 'আমি' না এই শহর?
শহুরে ছায়া নেমেছে আজ মনে।
অস্তিত্বের ফুল ফোটে না,
সুখবরের মৌমাছি আর নামছে না,
তলিয়ে যাওয়ার আজ নেই মানা,
আমি হারিয়েছি নিজ আমাকে।