সত্য সত্য সত্যের সত্য,
সত্যকে বানাইবো মিথ্যা আমি।
মিথ্যা,মিথ্যার মিষ্টতায়,
ভুলাইবো বাস্তবতার সত্যতা আমি।
নীতির নীতিকে করিব দূষিত,
দুর্নীতির মহামারী ছড়াইবো আমি।
বিশ্বাসে অবিশ্বাস,অবিশ্বাসে বিশ্বাস,
দুটোর পার্থ্যক্য ঘুচাইবো আমি।
দিনকে রাত,রাতকে দিন,
আলোকে অন্ধকারে মিশবো আমি।
তোমার মনে গহীনে ঢুকিয়া,
তোমার মিথ্যা বাঁচাইবো আমি।
তোমার হিংসা তোমার ক্ষোভ,তোমার রাগ,তোমার লোভ,
তোমার বিপথ দেখাইবো আমি,
অতীত তোমার রোষাতলে যাক,
ভবিষ্যত তোমার রাঙ্গাইবো আমি।
জীবনকে ছাড়িব না,ছাড়িবো না তোমাকেও,
মৃত্যুকে বানাবো নিঃশ্বাস আমি।