মন যে তাহার অগ্নিদগ্ধ
চোখেতে বিষ পুরী
কর্ম যে তাহার প্রতিবাদ
সংসার শ্মশানপুরী!
কণ্ঠ যে তাহার এমন
যেন বজ্রের আঘাত সহি
আওয়াজে মন ভরে যায়
তারি দিক পথ চাহি!
ব্যক্তিত্ব তাহার সাত রঙ্গে রাঙ্গা
আবেগের সমাহার
যুদ্ধে তাহার অসীম সাহস
শত্রুর হাহাকার!
বিশ্বাস ঘাতকের চতুরতা হোক
আর শত্রু ফাঁদ শত
মোকাবিলা করিতে শত্রুকে
কেহ পারিবে না তার মতো!
সে কে?
কল্পনার ছুটোছুটি,
স্বপ্ন ভেঙ্গেছে
স্বপ্নে দেখেছিলাম
আদর্শ সেনাপতি!