তপ্ত মরুভূমি আজ এক কালের সবুজ মাঠ,
সবাই ভিটেমাটি ছেড়ে যায় যদি জল মেলে,
তৃপ্তি মেলে,
কিন্তু কিছু নাছোড়বান্দা রয়ে যায়,
তারা রয়ে যায় এই মরুভূমির ভালোবাসে বলে,
তারা রয়ে যায় কারণ মরীচিকায় এখনো সবুজ দেখে।
তাদের দুঃখ বিলাস মুক্তি খোঁজে,
স্বপ্নে দেখে মরুতে সবুজ জন্মাবে আবার,
কিন্তু নির্দয় সূর্য তা হতে দিতে চায় না।
তাদের কল্পনার আকাশ যখন অনুর্বর ভূমিতে মেলে
শোকে কাতর হয়ে তারা দিক ভুলে যায়,
তারা মৃত্যুর স্বাদ গ্রহণে প্রস্তুতি নেয়।