চাকুরের হালচাল


ঘড়ির টক টক গাড়ির ঢক ঢক
গিন্নির পট পট মাথার মট মট
চপ্পলের চট চট জুতার খট খট
সব লাগে বিষ মারছে কানে শিস
মাসের শেষ ফরমান পেশ
আলু পটল ডিম কিনতেই হিমশিম
বিয়ের দাওয়াত অবস্থা আরো বেহাত
মনে হয় বলি চাকুরি করে চলি
কি আর করি ভাই খুব সরি
কোন উপায় নাই বুঝতেন যদি ভাই
ঠেলে বাসে চড়ি কখনো উল্টে পড়ি
বাসের ভিতরে নড়ানড়ি তাতে হয় সুড়সুড়ি
ঘুম ভাংগে ছয়টায় অফিস নয়টায়
বস করে পট পট টাইপ চলে খট খট
কাজ চায় ফটাফট্‌ হতে হয় চট পট
উপরে ফিটফাট ভিতরে সদরঘাট
এভাবেই জীবন চলে সবাই চাকুরে বলে।