আয় সবে দেখে যা
কত্তো বড় হাতি
মনে হবে তোদের কাছে
ডাইনোসরের নাতি।
ঘাড় তার এত্তো মোটা
কত্তো বড় ছাতি
কাছাকাছি যাসনে কেউ
মারবে জোরে লাথি।
মোটামোটা কলাগাছ
উপরে গিলে খায়
শুঁড় তুলে নাকি সুরে
ভেঁপু পেঁপুঁ বাজায়।
কুলোর মতো কানগুলো
পুচকো একটা লেজ
হাতির জন্য রাখা আছে
লোহার বড়ো কেজ।
মাকে বলিস খোকা খুকু
চিড়িয়াখানার হাতি
ছাই রাঙা ইয়া বড়ো
ডাইনোসরের নাতি।