একদিন হঠাৎ মহারাজার মাথা হলো গরম
মন্ত্রী উজীর ব্যাস্ত হলো অস্থিরতা চরম।
রাজা বললো, আমার গাধারে জ্ঞান দিতে হবে
যদি না করতে পারো গর্দান হারাবে সবে।
কথা শুনে মন্ত্রী উজীর খেলো ভেবাচ্যাকা
চিন্তা পেলো কেমনে গাধা শিখবে পড়ালেখা।
এমন সময় মোল্লা মিয়া বলল হেসে, হুজুর!
গাধাটারে জ্ঞানী বানাবো, চিন্তা করেন দূর।
বড়োই কঠিন কাজ; যদি দেন হাজার দশেক মোহর
পন্ডিত আমি বানাবো তারে লাগবে দশ বছর ।
বলল রাজা হেসে, বেশ! বেশ! সাক্ষী থাকো সবে
অনেক দিনের আশা আমার পূরণ এবার হবে।
মন্ত্রী উজীর বলল এবার চলবে না রে ফাঁকি
এমন বিপদ কেউ কোনদিন ডেকে আনে নাকি!
মহারাজার বুড়ো গাধা হাবা গোবাই রবে
কেউ কোনোদিন শুনেনি তো গাধা পন্ডিত হবে।
মোল্লা কয়, রাজার বয়স নব্বই, আমার তো আশি
দশ বছরে আমাদের কেউ হবে কবরবাসী।
এখন চিন্তা নাই, পাবো ইনাম দশ হাজার মোহর
আমোদ ফুর্তি করে না হয় কাটাই দশটি বছর।