নয়নে নয়ন


কথা হয়েছিল নয়নে নয়নে
গুমরে আজো তা গভীর মনে
গীত হয়ে ওঠে হৃদ বীণার ক্বণনে
রেখেছি হিয়া তলে সন্তর্পণে।
ছিল না নয়নে কোনো ছলনা
তুমি যেন স্বপন-চারিণী হরিণ-নয়না
কখনো প্রিয়া তুমি হারিয়ে যেও না
এঁকেছো হৃদয়ে যে প্রেমের আলপনা।
সুপ্ত প্রেমে হয়েছে যে মরণ
তুমি যে হৃদয়ে নিয়েছ শরণ
বিরহের হাওয়ায় ওঠে ব্যথার রণন
হৃদয় যে হয়েছে মোর তোমাতে হরণ।