শীত শীত শীত
হাড় কাঁপানো শীত
লেপের নীচে ঢুকে গাই
রবি ঠাকুরের গীত।
মাঝে মাঝে করি পান
আদার গরম চা
শীতের কোপে শরীর নাচে
তা ধিন ধিন তা।
নাকে ঝরে সর্দি-পানি
গলে খুচখুচানি হয়
ফ্লু ব্যথা ইনফ্লুয়েঞ্জা
কতো কিছুর ভয়।
পৌষ-মাঘ দুই মাসে
শৈত্য প্রবাহ আসে
আমার মতো বুড়ো খোকারা
লেপের নীচে কাশে।
পেশি-হাড়ের ব্যথায় কাতর
নাই তো সঠিক বিহিত
শীতের কোপে মরণ দশা
লেপের নীচে চিত।