আকাশের কালো মেঘে,
সুর্য যায় আড়ালে।
স্বাগত জানায় গাছ পাল নুড়ে,
বর্ষার পানি চারদিকে করে থৈয় থৈয়,
ঘর-বাড়ি ভেঙে যায়, কত মানুষ কষ্ট পায় নিশ্চয়, বর্ষার মেঘে বাতাসের বেগে ভেঙে যায় গাছ পাল,
সব কিছু ডুবিয়ে এসে যায় পানির মেলা।
ছুটা ছুটি দোড়া দোড়ি মেঘে রোধের খেলা ।
বৃষ্টি বৃষ্টি অন্ধ-আলোতে কেটে যায় সারা বেলা । সন্দেহ থাকে স্কুল বন্ধ নাকি খোলা,
কখন কি হবে সেটা যায় নাতো বলা।