শিক্ষা তোমায় সাজাবে সোনার মতো,
শিক্ষা তোমায় দেবে সম্মান যে কত।
ভালোবেসে পড়-লেখ সম্মান কর জনে জনে,
এই প্রতিজ্ঞা রাখ তোমার আচরণে।
যখন তুমি কথা বলবে গোত্র হবে অলংকার,
মৃত্যুর পরেও থেকে যাবে তোমার এই ব্যবহার।
জ্ঞানের কারণে মানুষ সাজে,
মুখের কথা এড়িয়ে লাগিয়ে পড় কাজে।
শিক্ষা তোমায় করিবে মানুষ, শিক্ষা তোমায় দেবে আলো,
শিক্ষা তোমায় পথ দেখাবে এবার, শিক্ষার আলোই জ্বালো।
জ্ঞান অর্জনের পথ বাধা দেওয়ার অধিকার নেই কারো,
যতই শিখবে তুমি ততই আকাঙ্ক্ষা হবে আরো।
জ্ঞান তোমায় দেখাবে সাফল্য,
জ্ঞানে দুরি করিবে তোমার কালো।
হে নবীণ, এসো জ্ঞাণের অন্বেষণে ,
জ্ঞানে তোমায় পৌঁছিয়ে দেবে যথেষ্ট সিংহাসনে।