জীবন লড়াইয়ে রাখতে হবে ধৈর্য,
সফলতার জন্য হাজারো ব্যাথা করতে হবে সহ্য।
জীবন চলার পথে সহ্য করতে হয় অনেক লাঞ্ছনা গঞ্জনা,
ধৈর্য সহকারে বরণ করে নিতে হয় অনেক যাতনা যন্ত্রণা।
সহনশীলতার সাথে মোকাবিলা করতে হবে সকল প্রকার প্রতিকুলতা,
মানসিক অত্যাচার সহ্য করার মতো থাকতে হবে অসীম ক্ষমতা।
নানা প্রতিকূল অবস্থার সঙ্গে করতে হবে যুদ্ধ,
রোগ-শোক দুঃখ-কষ্ট দারিদ্র ও হতাশাকে মনের ভিতর রাখতে হবে বদ্ধ।
জীবন চলার পথে রাখতে হবে ধৈর্য শক্তি ও সাহস,
অধ্যাবসায়ী ও সহিংসতা না থাকলে জীবন হয় না সহজ।
জগত সংসারে রাখতে হবে ধৈর্য ও সহিংস,
ভুলে থাকতে হবে সকল প্রকার হিংসুক।
ধৈর্য ও সহিংস মানুষকে করে তোলে অন্তরের শক্তি,
সকল প্রকার সমস্যা মোকাবেলায় প্রতিকূলে অতিক্রম করতে পারলে পাবে মুক্তি।
মহামানব হওয়ার জন্য করতে হবে বহু তিতিক্ষা ধৈর্য ও ত্যাগ ,
জীবন সুন্দরের জন্য বাড়িতে হবেই ন্যায় সুন্দর ও সত্যের ব্যাগ।
ত্যাগ ধৈর্য সহিংস মানব জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত,
ধৈর্য ও সহিংসতা নিয়ে মোকাবেলা করতে হয় হাজারো ব্যর্থ।