লাল সর্ণের সূর্য ওঠে পূর্ব আকাশে,
সূর্যের আলো সর্বদিকে লাগলে যেন সবাই হাসে বাতাসে।
প্রাকৃতির উজ্জ্বল সূর্য যাই মেশে,
পাখিগুলো সূর্যের আলো পেয়ে নাচে,
ঘাসের উপারে পড়ে আছে কত শিশির,
ঘুম ভাগিয়ে গান গাই পাখি কিচির মিছির।
সবাই কাজে ব্যস্ত এই ঘর চাষির,
রাখাল গরু নিয়ে মাই সুর শুনিয়ে তার বাশির।
ঘুম থেকে উঠে সবাই শুনি মোরগের ডাক,
মোরক দেই তার সুমধুর খণ্ডে বাক।